বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন নিয়ে আল্লামা বাবুনগরীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা বিল পাশের আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

১৪ ডিসেম্বর শনিবার রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ভারতের নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে। নির্দিষ্ট কোন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর অবিচার করায় বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ বিলের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাশ করতে হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, উগ্র হিন্দুত্ববাদী জালিম মোদি সরকারের এ নাগরিকত্ব বিলে বিশ্ব জোড়ে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিতর্কিত নাগরিকত্ব বিলের ব্যপারে ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের মত ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে এ বিলের নিন্দা ও প্রতিবাদ জানানো সময়ের অপরিহার্য দাবী।

নাগরিকত্ব বিলে পাশ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের ওপর জুলুম অবিচার করা সত্বেও বাংলাদেশের মতো ৯০% মুসলমানের দেশ এ বিষয়ে চুপ থাকা বড় দুঃখজনক ও লজ্জাজনক।

অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে এ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে এ বিলের কড়া প্রতিবাদ জানানো দেশের লক্ষ কোটি তৌহিদী জনতার দাবী।

সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমানদেরকে বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি, আরবলীগ সহ বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ