মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইমরান খানকে ভারতের আমন্ত্রণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের শেষভাগে সাংঘাই কোপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের নয়া দিল্লিতে। এই বৈঠকে যোগ দিতে ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসসিও’র আগামী বৈঠক সম্পর্কে অবগত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘চলতি বছরের শেষভাবে ভারতে এসসিও’র সম্মেলন আয়োজিত হবে। সম্মেলনে আট সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হবে।’

এ হিসেবে ভারতের আমন্ত্রণ পাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও। যদিও এ বিষয়ে পকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিতে চীনের নেতৃত্বে ২০০১ সালে গঠিত হয় এসসিও। যাত্রার প্রথমে এই সংগঠনের সদস্য সংখ্য ছিল ছয়। চীন, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান ও কিরগিস্তান প্রজাতন্ত্র। পরে ২০১৭ সালে এসসিওর সঙ্গে যুক্ত হয় ভারত এবং পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ