মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে তুষারধ্বস: মৃতের সংখ্যা বেড়ে ১০৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের গিলগিট-বালতিস্তান ও আজাদী কাশ্মীরে তুষারধ্বসে বৃহস্পতিবার পাঁচ সেনাসদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

ফলে গত দুই সপ্তাহে দেশটিতে তুষারপাত, তুষারধ্বস এবং বৃষ্টিপাতের জেরে মৃতের সংখ্যা বেড়েছে ১০৯ জনে দাঁড়িয়েছে। তুষারপাত ও তুষারধ্বসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নীলাম ভ্যালি। সেখানে মৃতের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে গিলগিট-বালতিস্তানের সঙ্গে অন্য এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা টানা চতুর্থ দিনের মত বন্ধ রয়েছে। সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা পরিষ্কার এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এদিকে অ্যাস্টোর জেলার কর্মকর্তারা জানিয়েছেন, দুটি পৃথক এলাকায় তুষারপাতের ঘটনায় পাঁচ সেনা, এক নারী ও এক শিশু মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

তুষারধ্বসের উদ্ধারকাজ তদারকি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে মোজাফফরবাদ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি আহতের দেখতে হাসপাতালেও যান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ