শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ময়মনসিংহের গাঙ্গিনারপাড়ে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের অভিজাত ও বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অপর্ণা কসমেটিক্স ও বনানী প্রসাধনীসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুহা.সাজিদুল কবির জানান, আজ দুপুর ২টার দিকে গাঙ্গিনাপাড়ের আজাদ ম্যানশনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ব্যবস্থা নেয়াতে ক্ষতিগ্রস্থ কম হয়।

তিনি আরও বলেন, আজ শুক্রবার থাকাতে রাস্তা ছিলো ফাঁকা থাকায় আমরা অল্প সময়ে পৌঁছতে পেরেছি। তাই ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হয়েছে।

তবে এই আগুনের সূত্রপাত কোত্থেকে তা এখনো জানা যায়নি। ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

স্থানীয় কয়েকজন বলেন, এ এলাকায় আগুন লাগলে পানির খুব সংকট দেখা দেয়, তাই আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া সাধারণ কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে না।

অপরিকল্পিতভাবে অতিরিক্ত দালানকোঠা করাতে শহরের বিভিন্ন ডোবা, নালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ