বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা সদরের মেডিচেক ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা নিয়েছে ৩ শতাধিক নারী পুরুষ ও শিশু।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ মেডিকেল ক্যাম্প।

ডেন্টাল এইড নেটওয়ার্ক ও উপজেলার সিঙ্গেরকাছ প্রবাসী হেলথ সেন্টার ও আমানা ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশী বংশদ্ভুত ডাক্তার রপু মিয়া আল আমিনের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে আগত ৫জন ইংলিশ বংশদ্ভুত ডাক্তারদের একটি টিম, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মেডিচেকের চেয়ারম্যান ডাক্তার মাহমুদুল আব্দুল মজিদ চৌধুরী শাহীন ও সিঙ্গেরকাছ প্রবাসী কল্যান হেলথ সেন্টারের জেনারেল সেক্রেটারি মোজাহিদ খানের তত্তাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান মুুহিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, বর্তমান সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সদস্য বদরুল ইসলাম মহসিন, প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মখন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল প্রমুখ।

সেদিন বিকেলে মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ অতিথিরা নিজ হাতে বিনামূল্যে অষুধ বিতরণ করেন।

সিঙ্গেকাছ প্রবাসী হেলথ সেন্টার ইউকের সাধারণ সম্পাদক প্রবাসী কমিউনিটি নেতা মোজাহিদ খান বলেন, লন্ডন থেকে আগত ডাক্তরদের সৌজন্যে নিজ জন্মভূমিতে এভাবে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিতে পেরে আমরা গর্বিত।

‘আমাদের সিঙ্গেরকাছ হেলথ সেন্টার প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছর বিশেষ বিশেষ দিনে এভাবে সম্পূর্ণ ফ্রি ভাবে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছি, তবে এভারের ফ্রি মেডিকেল ক্যাম্পে একটু ভিন্নতা লাভ করছি’।

আগামী কিছু দিনের মধ্যে আরও অনেক বড় পরিসরে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হবে বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ