শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভারতকে মালায়লাম ভাষায় অনূদিত ৫ হাজার কুরআন উপহার দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মুসলমানদের মধ্যে অন্তত পাঁচ হাজার কুরআনে কারিমের পান্ডুলিপি বিতরণ করেছে তুরস্ক।

জানুয়ারির শুরুর দিকে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড মালায়ালাম ভাষায় অনুবাদকৃত এসব পান্ডুলিপি কেরালার কয়েকটি শহরে মুসলমানদের মধ্যে উপহার স্বরূপ বিতরণ করে।

'উপহার দেই আল কুরআন' শ্লোগানকে প্রতিপাদ্য করে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড দেশটির ধর্মমন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৫ সাল থেকে বিশ্বের নানাপ্রান্তে 'উপহার স্বরূপ' পবিত্র কুরআন বিতরণের বিশেষ প্রকল্প গ্রহণ করে।

চলতি বছরের শেষ নাগাদ সরকারি এই সংগঠনটি ভারত, নাইজেরিয়া, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, হাঙ্গেরি ও জাপানে অন্ততপক্ষে অর্থসহ এক লক্ষ কুরআনে কারিমের পান্ডুলিপি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইহসান আশিক।

২০১৫ সালে প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী অন্তত ছাব্বিসটি ভাষায় এক মিলিয়নের অধিক অর্থসহ কুরআনে কারিম বিতরণ করেছে তুর্কি ধর্মীয় ওয়াক্বফ বোর্ড; তুরস্কে বিতরণ করা হয়েছে দুই লক্ষ চুরানব্বই হাজার আটশো চুরাশিটি পান্ডুলিপি এবং তুরস্কের বাইরে ছয় লক্ষ ত্রিশ হাজার একশ ষাটটি।

সূত্র: আনাদুলু এজেন্সি আরবি 

আরএম/


সম্পর্কিত খবর