বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার ৬ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭তম নিবন্ধন পরীক্ষায় যেভাবে আবেদন করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি মাসেই প্রকাশ হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলও রয়েছে প্রকাশের অপেক্ষায়। এর মাঝেই দেওয়া হয়েছে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান পেশায় চাকরি করতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে বলা হয়েছে।

আগামী ১৫ মে আগস্ট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে।

নিবন্ধনের জন্য বিষয়ভিত্তিক আবেদন করতে হয়। যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী স্কুল বা স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট পরীক্ষায় অবতীর্ণ বা অ্যাপিয়ার্ড প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি রাত ১২ টায়।

এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘আমরা নিবন্ধন পরীক্ষাটি নিয়মিতভাবে আয়োজন করতে চাচ্ছি। বছরে অন্তত তিনটি পরীক্ষা আয়োজন করা আমাদের লক্ষ্য। দেশের শিক্ষাদান পেশায় মেধাবীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এটি না করা গেলে শিখন ও শেখানোর পরিবেশ উন্নতি হবে না।’

উল্লেখ্য, শিক্ষক নিবন্ধন পরীক্ষা মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রিলিমিনারি টেস্টের পর উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সাধারণত এগার থেকে বার মাসের মধ্যেই নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ