বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো বাঘিবাড়ীর ইসলাহি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অশ্রুসিক্ত নয়নে, আমিন আমিন ধ্বনিতে শেষ হলো বাঘিবাড়ীর ইসলাহি ইজতেমা। গত শুক্রবার থেকেনরসিংদীর মনোহরদী বাঘিবাড়ীতে শুরু হওয়া তিন দিনব্যাপি ২৭তম ইসলাহী ইজতেমা আজ বেলা ১১টা ৪৪ মিনিটে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো।

এর আগে ভারতের মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মাদ আলী শেষ হেদায়েতি বয়ানে বলেন, ইসলামের মৌলিক বিষয়ের যেমন ঈমানিয়াত/আকায়েদ, ইবাদাত, মুয়ামালাত, মুয়শারাত, আখলাকিয়াতসহ জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ধারণ করতে হবে। খৃষ্টান মিশনারি, কাদিয়ানী, পীরকে সেজদা, মাজারে মান্নত করা, বেপর্দা চলাফেরা, সুদ-ঘুষ, দুর্নীতি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

কওমী মাদরাসা ও হাক্কানী ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে জীবনের সবক্ষেত্রে দীনের পথে চলার অঙ্গিকার করান তিনি। এরপর ২০ মিনিটব্যাপি আখেরী মুনাজাত পরিচালনা করেন, এ সময় আমিন আমিন ধ্বনিতে কান্নার আওয়াজে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত শেষ করেন।

ইজতেমায় বয়ান করেন- আল্লামা শাহ আলম গৌরখপুরী (দারুল উলূম দেওবন্দ), আল্লামা সাজিদুর রহমান (বি-বাড়িয়া), ড. আল্লামা খলীলুর রহমান খান আল আযহারী (কিশোরগঞ্জ), মুফতি দেলোয়ার হুসাইন (আকবর কমপ্লেক্স,মিরপুর -১, ঢাকা), শায়খুল হাদীস আল্লামা বশীরুদ্দীন (নরসিংদী), আল্লামা আব্দুর রহমান ফরায়েজি, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বেফাককুল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, মুফতি বশীরুল্লাহ কাশেমী, মুফতি আবূ যার, মুফতি আরীফুল ইসলাম, মুফতি সানাউল্লাহ, মুফতি ফয়সাল উমর।

ইন্তেজাম তত্বাবধায়নে ছিলেন- জামিয়া ইসলামিয়া হানীফিয়ার মুহতামিম মাওলানা শওকত আলী কাশেমী। পরিচালনা ও উপস্থাপনা করেন, মাওলানা লোকমান হাকিম, মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মাওলানা ফয়জুল্লাহ কাসেমী।

এতে মনোহরদী উপজেলা গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ কাজল মিয়া উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ