শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুজিব শতবর্ষ উপলক্ষে ইফা এর কার্যক্রম বেগবান করতে ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এর কার্যক্রম বেগবান করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদেশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

বঙ্গবন্ধু ইসলামের শান্তিরবাণী সঠিকভাবে মানুষের নিকট পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন আজ বহুমূখী কার্যক্রম পরিচালনা করছে। দ্বীনের প্রকৃত শিক্ষা প্রচারে এ প্রতিষ্ঠান মানুষের আস্থার স্থল হয়ে দঁাডিয়েছে। লক্ষ লক্ষ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ প্রতিষ্ঠানের মাধ্যমে।

প্রতিমন্ত্রী বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, নারীর প্রতি সহিংসতাপ্রতিরোধ সহ নানাবিধ আর্থ- সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠানকে আরও বেশী ভূমিকা পালন করতে হবে।

আজ (২৭ জানুয়ারি সোমবার) বিকেল ৩.০০টায় ইসলামিক ফাউন্ডেশন , আগারগাঁও, ঢাকার কার্যালয় সভাকক্ষে বদলি জনিত কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মোঃ আনিছুর রহমান এর বিদায় ও নব নিযুক্ত সচিব জনাব মোঃ নূরুল ইসলাম এর শুভাগমন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক (অতি.দায়িত্ব) মু.আঃ হামিদ জমাদ্দার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মোঃ আনিছুর রহমান (বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নব যোগদানকৃত সচিব মোঃ নূরুল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক মাহবুব আলম, মু.মহিউদ্দিন মজুমদার (বাদল), শফিকুর রহমান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, আঃ হাই মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুয়াজ্জেম হোসেন, এবিএম আমিন উল্লাহ নূরী, যুগ্ম সচিব মোঃ জহির আহমেদ, সহ সকল কর্মকর্তা-কর্ম চারীগণ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্ম-কর্তাগণ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ