শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


‘মাদরাসায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক বলেছেন, মাদরাসায় শিক্ষিত ছেলেমেয়েরা যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেজন্য এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটাতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের উদ্যোগে ‘জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশ’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ তালীমুল কুরআন মাদরাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সন্তানরা কী করে সেটা আমাদের দেখতে হবে। তাদের প্রতি নজরদারি বাড়াতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেষ্ট না হই তাহলে জঙ্গিবাদ নির্মূল করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব হবে না।’

সুচিন্তার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘বাঙালি জাতির গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংসের ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে, সেসব চরমপন্থী ও স্বাধীনতাবিরোধী শক্তির মোকাবিলায় সুচিন্তা সদা-তৎপর।’

মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবু ছাবের বলেন, ‘ধর্মের নামে যেকোনো সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই। ইসলাম শান্তির ধর্ম। সেখানে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়া যাবে-এমন চিন্তার সুযোগ নেই। যারা বিভ্রান্তি পোষণ করে, তারা কখনোই বেহেশতে যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মো. ইমরান সভাপতি, যুগ্ম-সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, যুগ্ম-সমন্বয়ক ডা. হোসেন আহমেদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ