শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সিরিয়ায় রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় রাশিয়া ও আমেরিকান সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের তাল আমর এলাকায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই এলাকার নিয়ন্ত্রণ মূলত কুর্দি গেরিলাদের হাতে এবং সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।

রুশ গণমাধ্যম মস্কো টাইমসের বরাতে পার্সটুডে জানায়, সিরিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি তেলক্ষেত্রে যাওয়ার মহাসড়কের মুখে তাল আমর শহর। কৌশলগত এই শহরের মুখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, আমেরিকা ও রাশিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের পর তাদের সামরিক যানগুলো দুই দিকে চলে যায়। তবে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকায় রাশিয়ার হেলিকপ্টার এবং মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। যদিও ওই সংঘর্ষের কারণ কী তা উল্লেখ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর