শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাদিয়ানী বিরোধী আন্দোলন: মুফতি ফয়জুল্লাহর পাঁচ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে কাদিয়ানী ইস্যুতে সম্মিলিতভাবে মাঠে নামছে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

দীর্ঘদিন ধরে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে চলমান আন্দোলনকে বেগমান করতে সর্বস্তরের মুসলিম জনতাকে পাঁচটি দিক-নির্দেশনা দিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা,বা, এর নেতৃত্বে কাদিয়ানী বিরোধী আন্দোলন জোরদার করুন।

০১/ আপনার পাড়া মহল্লার মূল প্রবেশদ্বারে বড় অক্ষরে ,সুন্দর করে লিখে রাখুন "কাদিয়ানীরা কাফের"।

০২/ আপনার ঘরের মূল দরজার পাশে সুন্দর করে লিখে রাখুন " কাদিয়ানীরা কাফের"।

০৩/ যে কোন পন্য কেনার আগে একটু জোরে ( যাতে পার্শ্ববর্তী লোকেরাও শুনতে পায়) দোকানদারকে বলুন " কাদিয়ানীরা কাফের" । এরপর আপনার পন্য ক্রয় করুন।

০৪/ আলাপ আলোচনায় বলতে থাকুন " কাদিয়ানীরা কাফের"।

০৫/ সর্বত্র ছড়িয়ে দিন " কাদিয়ানীরা কাফের"।’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ