শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জাতীয় দিবসে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার কেন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সব জাতীয় দিবসে সরকারি ও বেসরকারিভাবে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দিবসগুলোয় ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এ ধরনের পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

১০ দিনের মধ্যে মন্ত্রী পরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি হাইকোর্টে চুয়াডাঙ্গার বাসিন্দা মো. নস্কর আলীর পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ