শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সমালোচনার মুখে নামাজ বাধ্যতামূলক করা সেই নোটিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা আলোচনা ও সমালোচনার মুখে অবশেষে গাজীপুর মহানগরের কোণাবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ নামাজ বাধ্যতামূলক করা সংক্রান্ত সেই নোটিশ প্রত্যাহার করে নিয়েছে।

ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে গতকাল সোমববার বলা হয়, ‘গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদেরকে নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেওয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না। ভুলবশত বেতন কর্তনের বিষয়টি উল্লেখ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল করিম বলেন, ‘গত ৯ তারিখের নোটিশে নামাজ পড়ার বিষয়ে বেতন কাটার যে সতর্কতা দেওয়া হয়েছিল, এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য দেওয়া হয়। এতে কারও বেতন কাটার উদ্দেশ্য ছিল না।’

কারখানার হিসাব বিভাগের নিরীক্ষক (অডিটর) বিলাস সরকার বলেন, ‘কারখানাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অভিযোগ কেউ করেননি। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই এখানে কাজ করছেন।’

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখে জারি করা এক নোটিশে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের জন্য জোহর, আসর ও মাগরিবের নামাজ বাধ্যতামূলক করা হয়েছিল। নামাজ পড়ার জন্য ঢোকার সময় মসজিদের পাঞ্চ মেশিনে পাঞ্চ করে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও জারি করা হয়। কোনো কর্মকর্তা-কর্মচারী যদি মাসে সাতবার নামাজ আদায় থেকে বিরত থাকেন তাহলে তার এক দিনের বেতন কেটে রাখা হবে বলে জানানো হয়।

দুই দিন আগে বিবিসি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করলে তা জানাজানি হয় এবং নানা সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। এর পরই নোটিশটি প্রত্যাহার করে নেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ