বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ট্রাম্পের মুসলিম বিরোধী ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে পাক সিনেটে প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ নিরসনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করলো পাকিস্তান। এ বিষয়ক একটি প্রস্তাব পাশ হয়েছে দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে।

প্রস্তাবে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত কথিত শান্তি চুক্তিতে ফিলিস্তিনি জনগণকে অপমানজনকভাবে আত্মসমর্পণের ব্যবস্থা করা হয়েছে। গত সোমবার ১০৪ আসন বিশিষ্ট সিনেটে এ প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তান জামায়াতে ইসলামির সিনেটর মুশতাক আহমদ খান।

প্রস্তাবে ফিলিস্তিনি সংকটের শান্তিপূর্ণ সমাধানে জোর দেয়া হয়। তাছাড়া সমস্যা সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব পর্যালোচনা করার দাবি জানানো হয়।

উত্থাপিত প্রস্তাবে সার্বভৌম ফিলিস্তিনি গঠনের কথা বলা হয়েছে যাতে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে। পাশাপাশি পশ্চিম তীরে যেসব বসতি গড়ে উঠেছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাই আইনসঙ্গত ব্যবস্থা নিয়ে সেসব বসতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার ওই পরিকল্পনা প্রস্তাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধার কথা তেমন বলা হয়নি।

প্রস্তাব উত্থাপনের পর তা প্রত্যাখায়ন করেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। এর পর আরব লীগ, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এ ছাড়া তুরস্ক ও ইরানসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ