শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আরও দুই ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অমান্য করে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোয় আরও দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বাংলাদেশ বার কাউন্সিলকে ১০ লাখ টাকা করে জরিমানা প্রদান সাপেক্ষে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আইনজীবী অন্তর্ভূক্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার দুই ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন আপিল বিভাগ। রোববার তারা হাজিরের পর এ আদেশ দেওয়া হয়। ইউনিভার্সিটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগেও অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় জরিমানা প্রদান সাপেক্ষে সিটি ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি ইউনিসভার্সিটির শিক্ষার্থীদেরও আইনজীবী অন্তর্ভূক্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে ২০১৪ সালে ইউজিসি এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না-এমন নির্দেশনা জারি করে। পরবর্তী সময়ে দেখা যায়, বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভূক্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৫০ জনের অধিক শিক্ষার্থী আবেদন করে।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা প্রদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আইনজীবী অন্তর্ভূক্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ