বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মন্ত্রিসভায় তিনটি হজ প্যাকেজ অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ২০২০ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার সরকার।

সূত্রমতে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ এর আওতায় খরচ পড়বে ৩ লাখ ১৫ হাজার টাকা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজগুলো অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এতথ্য জানান। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠাতে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ