শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুজিববর্ষে সংসদে ভাষণ দেবেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ। এই অধিবেশনে ভাষণ দেবেন ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

সম্প্রতি স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে টেলিফোন আলাপে বঙ্গবন্ধুর ওপর আলোচনায় অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে সম্মতি দিয়েছেন প্রণব মুখার্জি।

আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র দেয়ার জন্য আগামী ২ মার্চ দিল্লি সফরে যাচ্ছেন স্পিকার। সফরে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের স্পিকারদ্বয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করারও কথা রয়েছে।

এছাড়া এ বিশেষ অধিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ পার্লামেন্টের দুই সদস্য রুশনারা আলী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তনয়া টিউলিপ সিদ্দিকীকে। তবে তারা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আমন্ত্রণ জানানো হয়েছে নেপালের একজন সংসদ সদস্যকেও। বিষয়টি নিশ্চিত করেছে কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ মিশন। তবে ওই সংসদ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর