শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মুক্তির পর ছেলেকে দেখতে জেলেখানায় ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ সাত মাস পর গত শুক্রবার গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর শনিবার (১৪ মার্চ) ছেলে ওমর আব্দুল্লাহকে দেখতে শ্রীনগরের সাব জেলে চলে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বন্দি দশা থেকে মুক্তি পাবার পর শনিবার নিজ বাসভবন থেকে বের হয়ে শ্রীনগরের হরি নিবাসে যান ফারুক। সেখানে তৈরি সাব জেলে আটক তার ছেলে ওমরের সঙ্গে দেখা করেন তিনি। এসময়  তার সঙ্গে যান স্ত্রী, কন্যাও।

গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে দেশটির কেন্দ্রীয় সরকার। এর পর জনসুরক্ষা আইনের আওতায় ফারুকসহ কাশ্মীরের শীর্ষ নেতাদের আটক করা হয়। ওই আইনে তিন মাস বন্দি রাখার বিধান থাকলেও পরে তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ায় নরেন্দ্র মোদির সরকার।

অবশেষে সাত মাস পর শুক্রবার মুক্তি পান ফারুক আব্দুল্লাহ। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমি মুক্তি পেয়েছি। আশা করছি, আমার মতো অন্যদেরও মুক্তি দেয়া হবে।

এনডিটিভি জানায়, মুক্তি পাওয়ার পরই নিজের ছেলেকে দেখতে যাওয়ার আবেদন করেন ফারুক। জম্মু-কাশ্মীর প্রশাসন তার আবেদন মঞ্জুর করে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ