শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রকাশিত হল ডা. রাগেব সারজানীর বই 'ফিলিস্তিনের পাশে থাকুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশিত হয়েছে ডা. রাগেব সারজানীর বহুল-প্রতীক্ষিত বই 'ফিলিস্তিনের পাশে থাকুন'। তরুণ আলেম মাওলানা আশরাফুল হকের অনুবাদে বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। ৫৭৬ পৃষ্ঠার বিশাল কলেবরের এই বইটির বিক্রয়মূল্য মাত্র ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে অনুবাদক মাওলানা আশরাফুল হক বলেন, 'ফিলিস্তিনের পাশে আমি-আপনি কিভাবে দাঁড়াতে পারি, তারই কিছু কৌশল এবং পদ্ধতি এই বইয়ে আলোচনা করেছেন ডা. রাগেব সারজানী। কিছু বললে ভুল হবে, প্রায় হাজারখানেক পয়েন্ট তুলে ধরেছেন তিনি। পয়েন্টগুলো পড়তে পড়তে মনে হবে—এই কৌশলগুলো আসলে শুধু ফিলিস্তিন নয়, বরং পৃথিবীর নির্যাতিত প্রতিটি মুসলিম অঞ্চলের মুক্তি-আন্দোলনের জন্যই প্রযোজ্য এবং প্রযুক্ত।'

Extra Discount বইটি কাদের জন্য—এমন এক প্রশ্নের জবাবে অনুবাদক বলেন, 'যারা নির্যাতিত মুসলিম উম্মাহর পরিত্রাণ চায়, কালের হাওয়ায় যারা গুঞ্জন তুলতে চায় সত্যের শৃঙ্খল-মুক্তির, তাদের জন্য অবশ্যপাঠ্য বইটি। বিশেষ করে এদেশে যারা ইসলামি আন্দোলন কিংবা রাজনীতিতে সক্রিয়, যারা গণমানুষের ভাগ্য ফেরানো এবং মুক্তি দেবার কথা বলে, এই বই তাদের পথ-নির্মাণের কাজে দারুণ একটি সংবিধান। আইডিয়া ক্রিয়েট এবং পথ ও কৌশল নির্মাণে তাদের বিশেষ সহকারীর ভূমিকা পালন করবে বইটি।'

আরএম/


সম্পর্কিত খবর