বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


করোনায় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে সব পরীক্ষা স্থগিত করেছে।

আজ বুধবার কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি সংস্থা হাইয়াতুল উলইয়ার অন্তর্ভুক্ত এ বোর্ডটির সব পরীক্ষা স্থগিত করেছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বোর্ডের মহাসচিব আল্লামা আব্দুল হালীম বোখারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস, মারকাযী ও গাইরে মারকাযীসহ অন্যান্য পরীক্ষা স্থগিত করা হলো। করােনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে আঞ্জুমানে ইত্তেহাদুল মারিস (কওমী মাদ্রাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ- এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয় যে, দাওরায়ে হাদীসসহ সকল পরীক্ষা পূর্ব ঘােষিত তারিখে অনুষ্ঠিত হবে না। পরিস্থিতির আলােকে পরবর্তীতে তারিখ ঘােষণা করা হবে, ইনশাআল্লাহ।

এব্যাপারে ইত্তেহাদভুক্ত মাদ্রাসার মারকাযী ও গাইরে মারকাখী সকল শিক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তারা যেন পরীক্ষার জন্যে প্রস্তুত থাকে। যে কোনাে মুহুর্তে পরীক্ষার ঘােষণা আসতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর