শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনা থেকে বাঁচতে যে আমল দিলেন মুফতি হাফীজুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস, বাগানবাড়ি জামে মসজিদের খতিব, শায়েখ মুফতী হাফীজুদ্দীন দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ‎ কিছু আমলের কথা বলেছেন।

তিনি বলেন, আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে আমাদেরকে, সকল আপনজন-প্রিয়জনকে এবং সমস্ত মুসলমানকে হেফাযত ‎করুন। সারা জাহান থেকে এ বালা-মুসীবত দূর করে দিন। আমীন।

‎১. বেশি বেশি তাওবা-ইস্তেগফার করা। ‎২. ‎لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ‎ (লা ইলাহা ইল্লা আন্তা ছুবহানাকা ইন্নী কুনতু মিনাযযা-লিমীন) বেশি বেশি পড়তে থাকা। ‎‎৩. ‎يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أسْتَغِيثُ‎ (ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূম্ বি রাহমাতিকা আস্তাগীছ) বেশি বেশি পড়তে থাকা।‎

৪. চলতে ফিরতে মাঝে মাঝে ‎يَا سَلَامُ‎ ‎يَا سَلَامُ‎ (ইয়া সালামু ইয়া সালামু) পড়তে থাকা। ‎৫. ‎حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ‎ (হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল) বেশি বেশি পড়তে থাকা। ‎‎৬. ‎لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ‎ (লা হাওলা ওয়ালা কুও ওয়াতা ইল্লা বিল্লাহ) বেশি বেশি পড়তে থাকা।‎ ‎৭. ‎أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ‎ বেশি বেশি পড়তে থাকা।‎

‎৮. ‎اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَسَيِّئِ الْأَسْقَامِ‎ (আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাচি ‎ওয়াল-জুনূনি ওয়াল-জুযামি ওয়া ছায়্যিইল আছকামি) বেশি বেশি পড়তে থাকা।‎ ‎৯. ‎فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل‎ (ফাছাহ্হিল ইয়া ইলাহি কুল্লা চা’-বিন্ বি হুরমাতি সায়্যিদিল্ ‎আবরারি ছাহ্হিল) পাঁচ ওয়াক্ত নামাযের পর ৭ বার করে পড়া। ‎‎১০. দরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা। বিশেষ করে নিম্নোক্ত দরূদে তুনাজ্জীনা’ প্রতিদিন সকাল সন্ধায় ‎সাতবার করে পড়া। ‎اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. وتقضى ‏لنا بها جميع الحاجات. وتطهرنا بها من جميع السيئات. وترفعنا بها عندك أعلى الدرجات. وتبلغنا بها أقصى ‏الغايات من جميع الخيرات فى الحياة وبعد الممات.‏

‎১১. আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দুআ করতে থাকা। দুআ হলো সবচেয়ে বড় তদবীর। ‎‎১২. বেশি বেশি আল্লাহ পাকের যিকির করতে থাকা। ‎‎১৩. নশরুত-তীব’ কিতাবটি প্রতিদিন অল্প অল্প করে সকলে পড়ার চেষ্টা করা। এটাও হতে পারে যে, ‎একজন পড়বে, কয়েকজন মিলে শোনবে। চাই পরিমাণে অল্প হোক। ‎
‎১৪. সবর করা ও আল্লাহ তাআলার দিকে রুজু হতে থাকা।‎ ‎১৫. দান-সাদকা করতে থাকা। প্রতিদিনই কিছু কিছু দান করা। ‎‎১৬. গুনাহের কাজ, গুনাহের আড্ডা ও গুনাহের পরিবেশ থেকে সম্পূর্ণ দূরে থাকা। খুব লক্ষণীয় যে, এই ‎সঙ্কটের সবচেয়ে বড় সমাধান হলো তাকওয়া ও তাওবা। তাকওয়া ও তাওবাকে মজবুতভাবে ধরা। তাই ‎সকল পাপ থেকে বিশেষ করে কুদৃষ্টি, বেহায়াপনা, জিনা-ব্যভিচার, মদপান, গান বাজনা থেকে সম্পূর্ণরূপে ‎বিরত হওয়া ও তাওবা করা। বস্তুত আল্লাহর ভয় অর্জন এবং তাঁর নাফরমানি থেকে বিরত থাকাই মূল ‎সমাধান।‎

এ ছাড়া নিম্নোক্ত আমলগুলো করা যেতে পারে। ‎ ক. ৩ বার সূরা ফাতেহা, ৩ বার ফালাক, ৩ বার সূরা নাস পড়া। ‎ খ. ৩ বার সূলা ইখলাস পড়া। ‎
গ. ৩১৩ বার ‎حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ‎ (হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল) পড়া। ‎

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ