বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

‘দুর্যোগে সরকারের পাশাপাশি ধনীরাও অসহায় মানুষের পাশে দাঁড়ান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা নিয়ে সারা দেশ আতঙ্কিত। রাজধানী ঢাকায় চলছে লকডাউন অবস্থা। এতে মানবেতন জীবন যাপন করছে নিম্নআয়ের মানুষরা। সরকারি-বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা বা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে।

আজ মঙ্গলবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, লালবাগ ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় করোনা মহামারিতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

তারা বলেন, করোনা আতঙ্কে দেশের মানুষ অসহায় জীবন যাপন করছে। দেশের এ দুর্দিনে নিজেদেরকে সর্তক থাকতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।

এ সময় সভাপতি হাজী মুহা. ইসমাঈলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর দক্ষিণ সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মুহা. হুমায়ূন কবির, থানা সেক্রেটারী মিজানুর রহমান, হাজী আব্দুল হক, ইমদাদুল ফেরদৌস, মুমিনুল ইসলাম, মফিজুল ইসলাম বাবু প্রমুখ।

এদিকে লালবাগ থানার শহিদনগর ও শশ্মানঘাট মন্দির এলাকায় ২৫টি হিন্দু পরিবারসহ আড়াই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, অভাবগ্রস্ত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলমত নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। এ পরিস্থিতিতে দেশের বিত্তশালীরা অধিক হারে এগিয়ে আসলে সকল দরিদ্র পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।

এ সময় সভাপতি হাজী আলী আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও দক্ষিণ মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মিজানুর রহমান, মুফতী দেলাওয়ার হোসাইন আশরাফী, মাওলানা আতিক জামিল, শাহআলম প্রমুখ।

এছাড়াও দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্যামপুর এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ