শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নিম্নবিত্ত ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন অবস্থা। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্নবিত্ত ও দিনমজুররা। এ অবস্থায় রাজধানী ঢাকায় ‘নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে’ এ শ্লোগান নিয়ে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করছে কাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন।

আজ মঙ্গলবার বাড্ডা, মালিবাগ ও খিলগাঁও এলাকায় জরুরি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। আজ সংস্থাটি নিম্নবিত্ত ১৫০ পরিবারকে জরুরি খাদ্য দিয়েছে।

জরুরী খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন।

কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাইয়াদ আবদুল্লাহ জানিয়েছেন, যতদিন এই দুর্যোগপূর্ণ সময় চলবে, ততদিন তাদের সেবা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, যেকোনো অবস্থায় যেকোনো সময় দেশের যেকোন প্রান্ত থেকে সাহায্যের ডাক আসলে সেখানে সাহায্য পৌছে দেয়ার চেষ্টা করব।

সাহায্যের জন্য 01675111444 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। আজকের  জরুরি খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ