মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


নিম্ন আয়ের মানুষের বাড়ি ভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিম্ন আয়ের মানুষদের বাড়ি ভাড়া মওকুফ করতে বাড়িওয়ালাদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মুহা. আতিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার বনানীর নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে আছেন বস্তিবাসীরা। সেখানে তাদের ভাড়া দিয়ে থাকতে হয়। তারা দিন আনে দিন খায়। এখন সব কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষগুলো। তাই মালিকদের আহ্বান জানাবো, যেন তাদের অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করা হয়।

তিনি বলেন, মানবিক বিবেচনায় বস্তিবাসীদের বাড়িভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের আহ্বান জানাবো। এ উদ্যোগের কারণে বাড়িওয়ালা বা বস্তির ঘরের মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অসহায় এবং নিম্ন আয়ের মানুষরা অনেক বেশি লাভবান হবেন। এ দুর্যোগের সময় তারা কোনোরকম টিকে থাকার বড় সুযোগ পাবেন। আমাদের যাদেরকে আল্লাহ তায়ালা অপেক্ষাকৃত ভালো রেখেছেন, তাদের সবাইকে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাব।

ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। কারণ মানবসেবার করার এখনই সঠিক সময়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ