শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রাজধানীতে সেনাবাহিনীর টহল জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষের ঘরে আবদ্ধ থাকা নিশ্চিত করতে রাজধানীতে টহল জোরদার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পাড়া-মহল্লা ও বাজারে বাজারে গিয়ে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করছেন তারা।

প্রশাসনের সহায়তায় মানুষের চলাচল সীমিত করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। যদিও এখনও সরকারের নির্দেশনা উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছে মানুষ।

মানুষের এমন চলাচল করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তাই মানুষের ঘরে আবদ্ধ থাকা ও বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে টহল জোরদার করেছেন সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজধানীর প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় অভিযান চালায় তারা। মানুষকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন করা হচ্ছে।

সচেতনাতামূলক কার্যক্রমকেই বেশি গুরুত্ব দিচ্ছে তাঁরা।প্রশাসনের সহায়তায় তাদের সাথে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল সীমিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ