বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

করোনায় জাকাতের টাকায় অসহায়দের চাল, ডাল, খাদ্যসামগ্রী দেয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন: প্রশ্ন: হুজুর, আমরা রমজানে যাকাত দিয়ে থাকি ৷ এখন করোনা ভাইরাসের কারণে মানুষ যে দুর্যোগ, বিপদগ্রস্থ, অভাবে পড়েছে, তা সবাই জানেন ৷ আমি কি আমার যাকাতের টাকা দিয়ে গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবো? জানিয়ে উপকৃত করবেন ৷

উত্তর: জ্বী, হ্যা৷ আপনার যাকাতের টাকা দিয়ে বর্তমান দুর্যোগপুর্ন অবস্থায় গরীব অসহায়দের চাল, ডাল, তৈল ইত্যাদি খাদ্যসামগ্রী কিনে দিতে পারবেন৷ কেননা যাকাত শুধু রমযানে দেয়াই জরুরি নয়৷ বরং যেদিন আপনার নেসাব পরিমান সম্পদের উপর বছর পুর্ন হবে সেদিন যাকাত আবশ্যক হয়৷ চাই তা রমযানে হউক বা অন্য যেকোনো মাসে ৷ তাছাড়া বছর পুর্ন হওয়ার দিন আসার আগেও যাকাত পরিশোধ করা যায়৷

অবশ্য এক্ষেত্রে লক্ষ রাখা জরুরি যে, আপনি যাকে যাকাতের টাকায় খাদ্যসামগ্রী দিচ্ছেন, সে যাকাত খাওয়ার উপযুক্ত কি না! যদি উপযুক্ত না হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে খাদ্যসংকটে পড়ে অভাবগ্রস্থ রয়েছে তাহলে তাকে যাকাতের সম্পদ থেকে না দিয়ে সাধারন মাল থেকে দিতে হবে৷ সূরা তাওবাহ, আয়াত: ৬০; সহিহ বোখারী, হাদিস: ১৩৯৫; হেদায়া ১/২০৫; ফাতহুল কাদীর ২/২০৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; আদ্দুররুল মুখতার ৩/২৯১৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী- জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ