বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নববর্ষ-শবেবরাতে ঘরে থাকতে বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে পবিত্র শবেবরাত ও বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে ঘরে থেকে নিজ নিজ অবস্থা অনুযায়ী তা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘সামনে আমাদের বাংলা নববর্ষ। ওইদিন সকলে ঘরে থেকে উদযাপন করুন। তাছাড়া মিডিয়ার মাধ্যমে সবকিছু হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও হতে পারে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৭৩ হাজার কোটি টাকার জরুরি তহবিল ঘোষণা করেন।
শবেবরাত সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের শবেবরাত আছে। এদিন সকলে ঘরে বসে মহান রব্বুল আল-আমিনের দরবারে দোয়া করুন, যাতে আল্লাহ আমাদের বরাত ভালো রাখেন। দেশের মানুষ যেন এগিয়ে যেতে পারে। করোনার মহামারি থেকে যেন বিশ্ববাসী রক্ষা পায়।’

আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে শবেবরাত উদযাপিত হবে। অন্যদিকে, ১৪ এপ্রিল বাংলা নতুন বছর শুরু হবে। এর আগেই অবশ্য পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং ছায়ানটসহ অন্যান্য সংগঠন তাদের কর্মসূচি বাতিল করেছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন (ইফা) শবেবরাতে বাসায় ইবাদত-বন্দেগি করার অনুরোধ জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ