বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে পিপিই’র দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ, আটক ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় করোনা রোগীদের চিকিৎসাসেবার সময় নিরাপত্তা সরঞ্জাম দেয়ার দাবিতে বিক্ষোভরত ৩০ চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটকদের ছেড়ে না দেয়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কোয়েটার অন্য চিকিৎসকরা। তবে পুলিশ বলছে, লকডাউন অমান্য করায় তাদের আটক করা হয়েছে।

চিকিৎসকদের দাবি, কোন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই ছাড়াই এ পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা। সামনের দিনগুলোতে পিপিই ছাড়া আর কোনও রোগীকে চিকিৎসা দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা।

গত মাসেও বিক্ষোভের মুখে, পিপিই আমদানির কথা বললেও এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সরকার। পাকিস্তানে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর