বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


র‌্যাবের নতুন মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশে যোগ দিয়েছিলেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে  ১৯৬৪ সালের ১২ জানুয়ারি জন্ম তার। ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা আল-মামুনের।

এর আগে গত বছরের ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকা বেনজীর আহমেদকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আবদুল্লাহ আল মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ