শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিয়েন ক্যাসটেক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিয়েন ক্যাসটেক্স’কে নিয়োগ দিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্যালেস এ খবর নিশ্চিত করেছে।

মহামারি করোনা ভাইরাস পরবর্তীতে দেশ গঠনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন বলে এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী ক্যাসটেক্স ফ্রান্সে বেশি সুপরিচিত না হলেও তিনি দেশটির একজন সিনিয়র সরকারি কর্মকর্তা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মত ফ্রান্সেরও ব্যাপক অর্থনৈতিক ক্ষতিসাধন হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দেশের সরকারকে ফের ঢেলে সাজাচ্ছেন ম্যাক্রোঁ। এরই অংশ হিসেবে শুক্রবার প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপে তার মন্ত্রীসভাসহ পদত্যাগ পত্র জমা দেন। সূত্র: আল-জাজিরা, বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ