শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


লাদাখে পাঁচটি ‘ভয়ঙ্কর’ অ্যাপাচি হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনা কিছুটা কমলেও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ভারতীয় সেনাবাহিনী। তাদের ধারণা চীনা বাহিনী পিছু হঠলেও ফের ফিরে আসতে পারে।

কারণ পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সামরিক অবকাঠামো তৈরি করে ঘাঁটি গেড়ে বসেছিল চীনা বাহিনী। তাতে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সব পরিস্থিতির জন্য তৈরি থাকছে ভারত।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘাতক মাউন্টেন ফোর্স, স্থলবাহিনীর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তৈরি আছে ভারতীয় বিমানবাহিনীও।

মিরাজ, সুখোই, মিগ-২৯ এর মতো কমব্যাট ফাইটার এয়ারক্রাফট চক্কর দিচ্ছে সীমান্তে। আর সীমান্তে শক্তি আরও বাড়াতে আমেরিকার থেকে সদ্য কেনা পাঁচটি অ্যাপাচি অ্যাটাক হেলিপক্টার পাঠানো হবে লাদাখ সীমান্তে। শুরু হয়েছে তার প্রস্তুতিও।

বিশ্বের অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টারগুলোর মধ্যে অ্যাপাচি এএইচ-৬৪ অন্যতম। ২০১৫ সালে প্রথম বোয়িংকে ২২ টি অ্যাটাক অ্যাপাচি কপ্টারের টেন্ডর দেয় ভারত। মার্কিন সরকারের সঙ্গে কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়। গত বছর ১৭টি এএইচ অ্যাপাচি-৬৪ এসে পৌঁছয় ভারতের হাতে।

আরও পাঁচটি আসার কথা ছিল গত মার্চেই। কিন্তু করোনা ও লকডাউনের জেরে অ্যাপাচি পাঠাতে পারেনি বোয়িং। মে মাসে বাকি পাঁচটি অ্যাপাচি-৬৪ কপ্টার ভারতের হাতে আসে। এই পাঁচটি অ্যাপাচি পাঠানকোটের এয়ারবেসে পাঠানো হয়েছে টেস্ট-ফ্লাইটের জন্য। কিছুদিনের মধ্যেই সেগুলো লাদাখ সীমান্তে পৌঁছে যাবে।

এএইচ অ্যাপাচি-৬৪ কপ্টারকে বলা হয় বোয়িং অ্যাপাচি অ্যাটাক কপ্টার। যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে আবার নিশানায় আঘাতও করতে পারে। এতে রয়েছে ৩০ মিলিমিটার এম২৩০ চেন গান যা মেন ল্যান্ডিং গিয়ারের মাঝে ফিট করা আছে। ১২৮টি টার্গেটকে লক্ষসীমায় আনতে পারে অ্যাপাচি। একসঙ্গে ৬৪টি নিশানায় আঘাত হানতে পারে।

আমেরিকার এএইচ-১ কোবরা কপ্টারের বদলে প্রথম মডেল-৭৭ নামে ফিল্ডে নামে অ্যাপাচি। এই প্রোটোটাইপ বানায় হিউজেস হেলিকপ্টার। এরপরে ওয়াইএএইচ-৬৪ নামে এর আধুনিকীকরণ হয় ১৯৭৫ সালে।

হিউজেস হেলিকপ্টার কিনে এএইচ-৬৪ নামে এর নয়া ভার্সন তৈরি করে ম্যাকডোনেল ডগলাস। মার্কিন বাহিনীতে এই কপ্টার কাজ করা শুরু করে ১৯৮৬ সাল থেকে। এরপরে ক্রমান্বয়ে অ্যাপাচি কপ্টারের আধুনিকীকরণ হয়। শেষে এই কপ্টারের প্রযুক্তিতে বদল এনে তাকে আরও আক্রমণাত্মক করে তোলে বোয়িং।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ