বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ময়মনসিংহের খাইরুল উম্মাহ সেবা সংস্থার উদ্যোগে গাইবান্ধা জেলায় ত্রাণ বিতরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের খাইরুল উম্মাহ সেবা সংস্থাটি গাইবান্ধা জেলার কাচিরচর ও গোপালপুর চরে বণ্যা কবলিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

আজ (৮জুলাই) বুধবার সকালে,ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান রহ.এর পরিচালক শাইখুল হাদীস আল্লামা আবদুল হক এর পরামর্শে পরিচালিত খইরুল উম্মাহ সেবা সংস্থা বাংলাদেশ, মোমেনশাহীর একঝাক তরুন আলেমদের উদ্যোগে,গাইবান্ধার বণ্যা কবলিত এলাকাগুলোর প্রায় একশত অসহায় পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে,খাদ্যসামগ্রির মাঝে ছিলো চাল,ডাল,আলু,তেল,লবন ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন,খইরুল উম্মাহ সেবা সংস্থার উপদেষ্টামন্ডলির সদস্য ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান রহ.এর মুহাদ্দিস মুফতি ওমর ফারুক,সংস্থার চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান তালুকদার,ভাইস চেয়ারম্যান সুহাইল বিন নুর, ব্যবস্থাপনা পরিচালক নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী,প্রচার সম্পাদক শহিদুজ্জামান বিপ্লব সহ সংস্থাটির অন্যান্য সদস্যবৃন্দ,এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণের মদ্যে উপস্থিত ছিলেন,খাইরুল উম্মাহ সেবা সংস্থার উপদেষ্টা গাইবান্ধা আলফালাহ কওমি মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ,পোষ্ট অফিস মাদরাসার মুহতামিম মুফতি মানসুরুল হক ও দারিয়াপুর কাবিলের বাজার মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি ইদ্রিস প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান সহ অনেকেই।

উল্লেখ্য, সংস্থাটি করোনাকালে বিগত রমজান মাসে লালমনিরহাট,খাগড়াছড়ি,ঠাকুরগাঁও,কিশোরগন্জ,সুনামগঞ্জ,বি-বাড়িয়া,জামালপুর,নেত্রকোনা, সাতক্ষীরা,কুমিল্লা,গাজিপুর এবং ময়মনসিংহের প্রতিটি থানায়। সবমিলিয়ে প্রায় ৭৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী,ঔষুধ,বিধবাদের মাঝে সেলাইমেশিন ও ছাগল এবং বেকার যুবকদের কম্পিউটার বিতরণ করেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ