বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ময়মনসিংহে একদিনে করোনা থেকে সুস্থ ১৬৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৮টি নমুনাতে কোভিড-১৯এর সংক্রমণ পাওয়া গেছে এবং ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ করোনায় সুস্থতার রেকর্ড ১৬৫জন বলে জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকায় ২০জনের করোনা শনাক্ত। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৬,মুক্তাগাছা উপজেলায় ৪,এবং তারাকান্দা,ফুলপুর,গফরগাঁও,ফুলবাড়িয়া উপজেলায় ২জন করে কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১৪৭জন,গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ১৬৫জন,মোট সুস্থ ১৫৪৫জন,এবং এই পর্যন্ত মারা গেছে ২৪জন,হাসপাতাল আইসোলেশনে আছে ২৯জন,হোম আইসোলেশনে আছে ৫৪৯জন।

ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন সহ জেলার অন্য থানাগুলোর সর্বশেষ অবস্থা, সদর ও সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট আক্রান্ত ১২৪৯,মোট সুস্থ ৮৯৫,মোট মৃত্যু ৪। ধোবাউড়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৭জন,মোট সুস্থ ৫৩,মোট মৃত্যু ১। ফুলবাড়িয়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৪৫জন,মোট সুস্থ ২৪,মোট মৃত্যু ২।

গফরগাঁও উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৬৪জন,মোট সুস্থ ৫০,মৃত্যু ১। ঈশ্বরগঞ্জ উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৯১জন,মোট সুস্থ ৬৯,মোট মৃত্যু ১। ভালুকা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২৪৬জন,মোট সুস্থ ১৮৬,মৃত্যু ৩। ফুলপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৬৭জন,মোট সুস্থ ৪৮,মোট মৃত্যু ৩। মুক্তাগাছা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ১১৩,মোট সুস্থ,৫৫,মোট মৃত্যু ৩। নান্দাইল উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৩৫,মোট সুস্থ ৩১,মোট মৃত্যু ১।

গৌরিপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ১২,মোট সুস্থ ১২,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারাকান্দা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২৯,মোট সুস্থ ২২,মোট মৃত্যু ১। হালুয়াঘাট উপজেলাতে মোট আক্রান্ত ৫৮,মোট সুস্থ ৩২,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং ত্রিশাল উপজেলাতে মোট আক্রান্ত ৮১,মোট সুস্থ ৫৮,মোট মৃত্যু ৪।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ