শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


অযোধ্যায় রামমন্দির নির্মাণ: কড়া বিবৃতি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ নিয়ে এবার ভারতকে সরাসরি আক্রমণ করল পাকিস্তান। পাকিস্তান বলছে, অযোধ্যায় রামমন্দির নির্মাণ অনুচিত। ভারতের সুপ্রিম কোর্টের রায়কেও তারা ‘ত্রুটিপূর্ণ’ বলে বিবৃতি দিয়েছেন।

গত বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান হয়। রুপার ইট বসিয়ে তার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনই পাকিস্তান অযোধ্যায় রামমন্দির তৈরি নিয়ে বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, যে প্রক্রিয়ায় ভারত রামমন্দির তৈরি করছে তা অন্যায়। বস্তুত, ভারতের সুপ্রিম কোর্টের রায়কেও কার্যত চ্যালেঞ্জ জানানো হয় ওই বিবৃতিতে। বলা হয়, অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্টের রায় ‘ত্রুটিপূর্ণ’।

১৯৯২ সাল থেকে অযোধ্যা খবরের শিরোনামে। বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো নিয়ে বহু পানি ঘোলা হয়েছে। বাবরি মসজিদ ভাঙার চেষ্টা হয়েছে। তারপর দীর্ঘদিন তা আদালতে বিচারাধীন ছিল। প্রথমে এলাহাবাদ হাইকোর্ট এ বিষয়ে রায় দান করে। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বিতর্কিত অঞ্চলে রামমন্দির বানানোর অনুমতি দেয়।

বস্তুত, প্রথম থেকেই পাকিস্তান এর বিরোধিতা করছে। জাতিসংঘেও বার বার বিষয়টি উত্থাপন করার চেষ্টা চালিয়েছে। যেখানে চীনকে পাশে পেয়েছে তারা। তবে রামমন্দির নির্মাণ প্রসঙ্গে এই প্রথম পাকিস্তান সরকারিভাবে কোনো মন্তব্য করল।

সূত্র: ডয়চে ভেলে
এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ