শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গাজায় আবারো বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

ইসরায়েলি বাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরায়েলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল।

গতকাল রোববার রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। সেদিন বিকেলে ইসরাইলের সেনারা দেইর আল-বালা শহরে ওই হামলা চালায়।

ইসরাইলি সেনারা দাবি করেছে হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরাইলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ