বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


ত্রাণ নিয়ে লেবানন পোঁছেছে বাংলাদেশ বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট লেবানন পৌঁছেছে। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের ক্রু টিম নিয়ে সি-১৩০ জে পরিবহন বিমানটি রোববার (৯ জুলাই) বিমানটি ঢাকা ত্যাগ করেছিলো।

সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটিতে প্রায় দুই টন চিকিৎসা সামগ্রী, আট টন জরুরি খাদ্য ও দুই টন খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী ১২ আগস্ট ফিরতি পথে লেবাননে থাকা বাংলাদেশিদের এই বিমানেই ফিরিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, লেবাননের সমুদ্র বন্দরের কাছে একটি গোডাউনের ভিতর বিস্ফোরনে শতাধিক লোক মারা যায়। এরমধ্যে ৩ জন বাংলাদেশিও রয়েছেন। আহত হন আরো ৫ হাজার যাদের মধ্যে লেবাননে জাতীসংঘ শান্তি মিশনে কর্মরত ২৫ জন বাংলাদেশী নৌবাহিনীর সদস্য রয়েছেন। সূত্র জানায়, আহত সদস্য ছাড়াও আরো কিছু লোককে বিমানের ফিরতি যাত্রায় নিয়ে আসা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ