মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ওসামাকে নিয়ে বই লেখায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

osamaআওয়ার ইসলাম: ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে বই লিখে বিপাকে প্রাক্তন মার্কিন নৌবাহিনীর কর্মী। পেন্টাগনের সঙ্গে চুক্তি ভঙ্গের দায়ে ৬৮ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাঁকে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়িতে হানা দিয়ে তাকে হত্যা করে মার্কিন নেভি সিল। রুদ্ধশ্বাস সেই অভিযানের সাক্ষী ছিলেন মার্কিন বাহিনীর সদস্য ম্যাট বিসোনেট। সম্প্রতি মার্ক ওয়েন ছদ্মনামে ‘‌নো ইজি ডে’‌ নামের একটি বই লিখেছেন তিনি। তাতে ওসামা নিধনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এতেই বিপত্তি বেঁধেছে।

ওসামা হত্যা নিয়ে এতদিন ধরে গোপনীয়তা বজায় রেখেছিল মার্কিন সরকার। পাঁচ বছর আগের ওই অভিযানে অংশ নেওয়া সেনাকর্মীরাও তথ্য গোপন রাখার চুক্তিতে বাঁধা। অনুমতি না নিয়েই ওই বইটি লেখায় ম্যাটের বিরুদ্ধে ভার্জিনিয়া জেলা আদালতে মামলা করে পেন্টাগন।

সবকিছু বিচার করে ম্যাটকেই দোষী ঠাওরেছে আদালত। ওই বই এবং বই থেকে তৈরি করা ছবি বাবদ তাঁর যা আয় তা হিসেব করেই ঠিক হয়েছে জরিমানার অঙ্ক। চার বছরের মধ্যে জরিমানা মেটাতে হবে। ‌


সম্পর্কিত খবর