বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১ যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

জঙ্গিবাদ বিষয়ে মাদরাসা শিক্ষার্থীদের সাথে মাওলানা ফারুকী’র মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maulana-faruqi2আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক, মানবতাবাদী সংগঠন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দারুল উলূম সাবীলুর রাশাদ কুষ্টিয়া'র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ২১ সেপ্টেম্বর সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়া জেলার মিরপুর ও দৌলতপুরের বিভিন্ন মাদরাসা পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা করেন। রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ালীগ নেতা জনাব জামিরুল ইসলাম বাবুর সাথেও মতবিনিময় করেন।

মাওলানা ফারুকী যেসব মাদরাসায় বক্তব্য রাখেন তার মধ্যে মিরপুরের ছাতিয়ান দারুল উলূম সাবীলুর রাশাদ মাদরাসা, মিরপুর বাস স্ট্যান্ড নাজাতুল উম্মাহ মহিলা মাদরাসা, দৌলতপুরের জগন্নাথপুর সাবীলুর রাশাদ ইসলামিয়া মাদরাসা, চুনিয়ানোড় দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা, চুনিয়ানোড় মহিলা মাদরাসা, পিয়ারপুর মারকাযুল ইসলামী মাদরাসা, আল্লারদর্গা ইদ্রীস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসা, দারুল উলূম মহিলা মাদরাসা, আয়েশা সিদ্দিকা আদর্শ মহিলা মাদরাসা বিশেষভাবে উল্লেখযোগ্য।

আলেম সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইসলামের আবির্ভাবের অন্যতম উদ্দেশ্য হলো 'তাহাফফুজে নফস বা মানুষের প্রাণ রক্ষা করা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জীবন রক্ষা করা ইসলামের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম আর সন্ত্রাস ও জঙ্গিবাদ হলো মানবতার শত্রু। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাওলানা ফারুকী দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য আলেম সমাজ ও মাদরাসার ছাত্রদের প্রতি উদাত্ব আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ