সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়?

মার্কিনবিরোধী বিক্ষোভে গাড়ি চালিয়ে দিল পুলিশ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

philippineআওয়ার ইসলাম: ফিলিপাইনে মার্কিনবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটাল পুলিশ। বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেয়া হলো গাড়ি। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ফিলিপাইনে মার্কিন সেনাদের উপস্থিতির অবসানের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষের সূত্রপাত।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে।

এরই এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি চারপাশ থেকে ঘিরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পরে গাড়িটি মানুষের ভিড়ের মধ্যেই দ্রুতগতিতে চলতে শুরু করে। এসময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন।

এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি দেশটির মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পেয়েছেন। তবে এটি পুলিশের তদন্তাধীন বিষয় বলে মন্তব্য করতে চান না।

সম্প্রতি ফিলিপাইনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ায় দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর উপর এ বিষয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালি দিয়ে বসেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ