শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ট্রাম্পের সাথে নিজেকে তুলনা করল সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump-oshanআওয়ার ইসলাম: অশিন ভিরাতু মিয়ানমারের বিতর্কিত বৌদ্ধভিক্ষু । রক্তক্ষয়ী মুসলিম বিদ্বেষী প্রচারণার কারণে 'সন্ত্রাসী' হিসেবে কুখ্যাত তিনি। তার উস্কানিতে ২০১২ সালে অন্তত দুইশ' রোহিঙ্গা মুসলিমকে নিষ্ঠুরভাবে হত্যা এবং দেড় লাখকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল।

সেই ভিক্ষু ভিরাতু বলছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি নিজের মতো মনে করেন।

আর মুসলিম বিদ্বেষী হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার ঘটনাকে নিজের মুসলিম বিদ্বেষী নীতির যথার্থতার প্রমাণ বলেও দাবি করেন।

বিতর্কিত ভিক্ষু ১৯৬৮ সালে জন্ম নেন। ১৪ বছর বয়সে স্কুলের পড়াশোনা ছেড়ে তিনি ভিক্ষুর পেশা গ্রহণ করেন।

কিন্তু গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর নিজেকে নতুন করে তুলে ধরার স্বপ্ন দেখছেন ভিক্ষু ভিরাতু। তিনি বলেন, সারা বিশ্ব আমাদের অপবাদ দিয়েছে। কিন্তু আমরা শুধু আমাদের জনগণ এবং দেশকে রক্ষার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বিশ্ব আমাদের সঙ্কীর্ণমনা বলে একঘরে করে দিয়েছে। কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের দাদা দেশের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আমার মতোই জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়ার কারণে আমাদের প্রতি কম আঙ্গুল উঁচু হবে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ