রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮ বৈশাখ ১৪৩২ ।। ১৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ দুর্ভিক্ষের শঙ্কা, মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান খামেনির রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ আ.লীগের নিবন্ধন বাতিল হবে কিনা, আসছে সিদ্ধান্ত... চ্যাটজিপিটি দিয়ে যেসব কাজ করা যায় না পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত : সিএনএন ২০ বছর পার, আর কতদিন মহাসচিব থাকবেন আহমদ আব্দুল কাদের? ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ করে নয়, নির্বাচন দিলেই আ.লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: দুদু বিজ্ঞ ব্যক্তিরা যে ৫ কৌশলে মূর্খের সঙ্গে তর্ক এড়িয়ে চলেন

খানকায় অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে ভাংচুর; আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khankaঅনৈসলামিক কার্যকলাপ হয় এমন অভিযোগে ভোলার দৌলতখান উপজেলায় হাক্কানী খানকা শরীফে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শুক্রবার একদল লোক খানকায় হামলা চালায়। হামলায় অন্তত অর্ধশত লোক আহত হন। এ সময় খানকা শরীফের রাজ হাঁসের খামারে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, খানকা শরীফে অনৈসলামিক কাজ হচ্ছে এমন অভিযোগ তুলে এটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার বিকালে ঘেরাও কর্মসূচির ডাক দেয় ঈমান আকিদা সংরক্ষণ কমিটি নামের একটি গ্রুপ।

“পুলিশ ঘেরাও কর্মসূচি করতে না দিলে পরে দেড় কিলোমিটার দূরে চালতাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেন।”

ওই সময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ইউএনও মো. কামাল হোসেন, তিনি নিজে (ওসি এনায়েত) এবং প্রশাসনের অন্য কর্মকর্তারা অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে তারা শান্তিপূর্ণবে সমাবেশ শেষ করেন।

এ ব্যাপারে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মিজানুর রহমান বলেন, হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নন। অতি উৎসাহী একটি চক্র এ কাজ করেছে।

অপরদিকে হাক্কানী খানকা শরীফের তত্ত্বাবধায়ক শাহ জোবায়ের হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই প্রতিষ্ঠানে অনৈসলামিক কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ