শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি প্রকাশ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের বিবৃতি  দারুল উলুম দেওবন্দে আল্টিমেটামের খবরটি ‘ভুয়া’ বললেন দেওবন্দ মুহতামিম  এবারের হজেও তীব্র তাপদাহের শঙ্কা এই কর্মসূচির মাধ্যমে দেশ কোন পথে যাবে সময়ই বলে দেবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাকি উসমানীর ঐক্যের আহ্বান এত সমর্থন পেয়েও এই সরকার ব্যর্থ কেন: পীর সাহেব চরমোনাই ইমাম বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল একই পরিবারের চারজনের আ.লীগ নিষিদ্ধের দাবীতে যমুনার বিক্ষোভে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ  গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরব : যমুনায় ড. মাসুদ

রাষ্ট্রনীতির সাথে আমার ধর্ম বিশ্বাসের বিরোধ নেই: মসিউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosiur rahmanআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘রাষ্ট্রনীতি এবং আমার ধর্ম বিশ্বাস এই দুটোর ভেতরে কোনো দ্বন্দ্ব-সংঘর্ষ নেই।’ আজ রাজধানী ঢাকায় ‘সপ্তম চাঁপাই উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমরা তো সাধারণভাবে মনে করি ধর্ম এবং ধর্ম সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা একসাথে থাকতে পারে না।’ মসিউর বলেন, এই দৃশ্যপট বলছি এজন্য যে আমাদের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা আছে, এটাকে অনেকে মিথ্যা বা অনেকে ভুল ব্যাখ্যা করেন। এটা ধর্মহীনতা নয়, এটা ধর্মের প্রতি সহিষ্ণুতা। তিনি বলেন, বাংলাদেশের অসম্প্রদায়িকতার ‘মূল লক্ষ্য’ হল ধর্মীয় সহিষ্ণুতা।
তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানের যে নীতি- অসম্প্রদায়িকতা, এটা হল ধর্ম সহিষ্ণুতার, অপরের প্রতি সহিষ্ণুতার এবং সকলের ধর্ম পালনের অধিকারের। তার সঙ্গে তার নাগরিকত্বের অধিকার, নাগরিকত্বের দায়িত্ববোধের সংঘর্ষ নাই।’
মসিউর রহমান বলেন, এ বিষয়টি সবাইকে বুঝতে হবে এবং প্রচার করতে হবে। যারা এর বিরুদ্ধে গিয়ে নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন, তারা আসলে ধর্মের জন্য নাশকতা করছেন না। তারা ‘অন্য কোনো উদ্দেশ্য নিয়ে’ নাশকতা করেন, ধর্মকে ‘মিথ্যাভাবে ব্যবহার করেন’। আসলে ওরাই ধর্মবিরোধী, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ