সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে এক বরের সঙ্গে দুই বোনের বিয়ে, এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marrigeছোট বোনের সঙ্গে বিয়ের দুদিনের মাথায় একই বরের সঙ্গে বড় বোনের বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে।

দুদিনের মাথায় একই বরের সঙ্গে দুই বোনের বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, রোববার উপজেলার প্রতীমাবংকী গ্রামের মোতালেব ভেণ্ডারের মেয়ে অলি আক্তারের (১৩) সঙ্গে ময়মনসিংহের ভালুকা উপজেলার চানপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে রেজাউল করিমের বিয়ে হয়। পরদিন সোমবার বৌভাত শেষে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন রেজাউল করিম। ওই রাতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় অলি আক্তার।

এদিকে রেজাউল করিম স্ত্রীকে ছাড়া বাড়ি ফিরবে না বলে সাফ জানিয়ে দেন। পরে নিরূপায় হয়ে রেজাউল করিমের সঙ্গেই অলির বড় বোন (তালাকপ্রাপ্তা) সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী পলি আক্তারের বিয়ে দেয়া হয়।

অলি ও পলির বাবা মোতালেব ভেণ্ডার বলেন, ফিরানীর দিন আমার ছোট মেয়ে অলি পালিয়ে গেলে পরে বড় মেয়ে পলিকে ওই বরের সঙ্গে বিয়ে দেই। অলিকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ