বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১ যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: কুমিল্লার শীর্ষ আলেমেদ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ মুফতি মুশতাকুন্নবী গতকাল রাত ১২ থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মুফতি মুশতাকুন্নবী কুমিল্লা সদর দক্ষিণ মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে আওয়ার ইসলাম কে বলেন, গতকাল রাত ১২ থেকে আমরা হুজুরের কোন খোঁজ পাচ্ছি না। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত।

মুফতি মুশতাকুন্নবী’র বড় ছেলে মুহাম্মদ ওমর কান্নাজড়িত কণ্ঠে আওয়ার ইসলামকে বলেন, গতকাল আব্বুর দুটি মাহফিল ছিল। একটি কচুয়া, অন্যটি নোয়াখালি। দুটি মাহফিলেই তিনি গিয়েছেন। সেখান থেকে রাতে আর বাসায় ফিরেননি।

তার সঙ্গে সর্বশেষ কখন কথা হয়েছে জানতে চাইলে বলেন, হাফেজ মুহিউদ্দীন আব্বুর একজন অনুরাগী যিনি বাবাকে রাত ১২.২০ মিনিটের দিকে ফোন করেছিলেন। তখন বাবা তাকে বলেছিলেন, আমি লালমাই আছি। যেখান থেকে মাদরাসায় পৌঁছতে ২০ মিনিট সময়ের প্রয়োজন।

এর কিছুক্ষণ পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান মুহাম্মদ ওমর।

জানা যায়, মুফতি মুশতাকুন্নবীর সঙ্গে গাড়িতে হুজুরের খাদেম মুহাম্মদ আবুল খায়ের ও ড্রাইভার মাসুদুল আলমেরও কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সবার মোবাইলই বন্ধ রয়েছে।

নিখোঁজের বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে লোক পাঠানো হয়েছে বলে জানান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

বাহাসের জন্য যাত্রাবাড়ীতে আসেনি আব্বাসী গ্রুপ; উভয়পক্ষের ফেসবুক লাইভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ