রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ধর্ম বিদ্বেষের মুখে পড়ে ইংল্যান্ড ছেড়ে চলে এলেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: ইংল্যান্ডে এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে গিয়ে ধর্ম বিদ্বেষের স্বীকার হয়ে আতঙ্কে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

গত ৮ জুলাই এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তামিম ইকবাল দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জানা যায়, এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে স্বপরিবারে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দুষ্কৃতিকারীদের হামলার স্বীকার হন তামিম। এ সময় হামলা থেকে বাঁচতে দৌড়ে আত্মরক্ষা করেন তামিম। হামলাকারীদের হাতে এসিড ছিল।তারা তামিম ও তার পরিবারকে ধাওয়া করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক বোর্ড পরিচালক বলেছেন, কয়েকজন দুষ্কৃতিকারী তামিম ও তার পরিবারকে ধাওয়া করছিল। এবং এই ঘটনার পরপরই তামিম দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।

বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে ভিন্নমতের মানুষের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে। বিশেষ করে হিজাবধারী মুসলিম নারীদের উপর এসিড হামলা করা হচ্ছে।

বিসিবির ওই কর্মকর্তার ধারণা,  তামিমের স্ত্রী হিজাব পড়েন এবং সে কারণেই হয়তো হামলার স্বীকার হয়েছেন।

ওদিকে তামিমের ফিরে আসা প্রসঙ্গে এসেক্স ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ তামিম ক্লাব ছেড়ে চলে গিয়েছেন। ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা তার সফলতা কামনা করি ও তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব।।

২৮-বছর বয়সী বাংলাদেশি ওপেনার তামিম চলতি বছর এসেক্স এর হয়ে টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। রোববার কেন্টের বিপক্ষে মাঠেও নেমেছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর