শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি প্রকাশ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের বিবৃতি  দারুল উলুম দেওবন্দে আল্টিমেটামের খবরটি ‘ভুয়া’ বললেন দেওবন্দ মুহতামিম  এবারের হজেও তীব্র তাপদাহের শঙ্কা এই কর্মসূচির মাধ্যমে দেশ কোন পথে যাবে সময়ই বলে দেবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাকি উসমানীর ঐক্যের আহ্বান এত সমর্থন পেয়েও এই সরকার ব্যর্থ কেন: পীর সাহেব চরমোনাই ইমাম বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল একই পরিবারের চারজনের আ.লীগ নিষিদ্ধের দাবীতে যমুনার বিক্ষোভে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ  গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরব : যমুনায় ড. মাসুদ

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

ওই বাড়িটির মালিক যশোর জেলা স্কুলের শিক্ষক হায়দার আলি। তিনি জানান, তার বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকে। তিনি পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। রবিবার দিবাগত রাত ৪টার দিকে তিনি তার আত্বীয়ের কাছ থেকে জানতে পারেন, জঙ্গি আস্তানা সন্দেহে তার বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হায়দার আলি আরও জানান, পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তাতে করে তার বাড়ির পশ্চিম পাশের ভাড়াটিয়া মশিউর রহমান ও তার পরিবারকে সন্দেহ করছে পুলিশ। মশিউর রহমান তার স্ত্রী ও ৩ সন্তান নিয়ে সেখানে ভাড়া থাকতেন। তিনি একটি হার্বাল কম্পানিতে চাকরি করতেন।

এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান সাংবাদিকদের জানান, সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। তাদের ধারণা এই বাড়িতে জঙ্গি অবস্থান করছে।

পুলিশ ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দিচ্ছে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ