বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সর্ববৃহৎ জুমার জামাত ময়মনসিংহ আঞ্চলিক ইজতেমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব
বিশেষ প্রতিবেদক

আজ শুক্রবার ময়মনসিংহ আঞ্চলিক ইজতেমায় সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয় বাড়েরায় অবস্থিত কেন্দ্রীয় মারকাজ মসজিদে।

পবিত্র জুমার নামাজ আদায় করতে সকাল ১১ টা থেকেই মুসল্লিদের ঢল নামে মারকাজ মসজিদ এলাকায়।

প্রায় ৫০ একর জমিতে নির্মিত প্যান্ডেলের ভিতরে বসে সাড়ে তিন লাখ এবং আশপাশের ৫ লক্ষাধিক মুসল্লির বসার জায়গা পুরণ হয়ে পাশ্ববর্তী রাস্তাসহ জুমার নামাজের ব্যবস্থা করা হয়।

বিশ্ব ইজতেমার অংশ হিসেবে তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় সদরের বাড়েরায় শুরু হয়।

উক্ত  ইজতেমায় কাকরাইলের মুরুব্বিসহ তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বিগণ বয়ান রাখবেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, আমরা আশা করছি,  এবারের ইজতেমায় ৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে।

ময়মনসিংহ জেলা তাবলিগ জামাতের শূরা সদস্য, জেলা ইজতেমা ব্যবস্থাপনা কমিটির জিম্মাদার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. মোশাররফ হোসেন জানান, ইজতেমার প্যান্ডেলের ভিতরে ১৪ খিত্তা রয়েছে, এসব খিত্তায় ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। এতে মোট ২৫০টি মসজিদওয়ালি জামাত কাজ করবে।

আগামীকাল ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ