বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ডাক্তারিতে আফজল গুরু পুত্র গালিবের অভাবনীয় ফলাফল : চারদিকে প্রশংসার বন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ম্যাট্রিকে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছিল। দু বছর বাদে বারো ক্লাসের  (এইচ.এস.সি)  বোর্ড পরীক্ষায়ও সাফল্যের ধারবাহিকতা বজায় রইল ২০০১-এর সংসদ চত্বরে সন্ত্রাসবাদী হামলায় দোষী আফজল গুরুর ছেলে গালিব আফজল গুরুর।

ডিস্টিংশন সহ ৮৮ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় সফল হয়েছে সে। আজ সকালে জম্মু ও কাশ্মীর স্টেট বোর্ড অব স্কুল এডুকেশনের প্রকাশ করা পরীক্ষার ফলে ৫০০-র মধ্যে গালিব পেয়েছে ৪৪১ নম্বর। পরিবেশ বিজ্ঞানে ৯৪, রসায়নে ৮৯, বায়োলজিতে ৮৫, জেনারেল ইংলিশে ৮৬।

ভবিষ্যতে মেডিকেল পড়ে ডাক্তার হতে চায় বলে ২০১৬-য় জানিয়েছিল গালিব। বলেছিল, বাবা-মা ও পরিবারের স্বপ্ন, আমি ডাক্তার হই। সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব। ঘটনাচক্রে আফজলও ডাক্তারি কোর্স পড়ছিল। মাঝপথেই পড়া ছেড়ে দেয় সে।

২০১৩-য় মৃত্যুদণ্ড কার্যকর করে আফজলকে ফাঁসি দেওয়া হয়। আফজল গ্রেফতার হওয়ার সময় গালিব ছিল মাত্র দু বছরের বাচ্চা।

১৭ বছরের গালিব প্রশংসার বন্যায় ভাসছে। পরীক্ষায় দারুণ ফল করার খবর ছড়িয়ে পড়তেই তাদের বারামুল্লার সোপোরের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানান প্রতিবেশী, শুভানুধ্যায়ীরা।

ট্যুইটে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র সারাহ হায়াত লেখেন, দারুণ নম্বর পেয়ে বারো ক্লাসের পরীক্ষায় পাশ করায় গালিব আফজল গুরুকে উচ্চ কণ্ঠে অভিনন্দন।

গালিব নিঃসন্দেহে দেখাল, প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে অসাধ্য সাধন করা যায়। ভবিষ্যতে ওর সব উদ্যম সফল হোক। জীবনে বড় হও, উজ্জ্বল দীপ্তি ছড়াও।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ