মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


নিউইয়র্ক বিমানবন্দরে জামা খুলে পাক প্রধানমন্ত্রীকে তল্লাশি! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির কপালে জুটল একরাশ ‘হেনস্থা’! নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জামা খুলিয়ে তাঁকে তল্লাশি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। তবে, ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে পা দিতেই তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী। কেমন সেই তল্লাশি?

ভিডিওতে দেখা গেছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

গোটা ঘটনায় ক্ষুব্ধ ইসলামাবাদ। তাদের অভিযোগ, রাষ্ট্রপ্রধানদের কোনো সফরই ব্যক্তিগত নয়। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তল্লাশি করে শুধু আব্বাসিকে অপমান করেনি মার্কিন প্রশাসন, এটা পাকিস্তানেরও অপমান।

সূত্র: আনন্দবাজার/ এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ